এটা পরিলক্ষিত হয় যে, ছড়িয়ে ছিটিয়ে থাকা যুব ও যুব সংগঠন বিক্ষিপ্ত ভাবে কাজ করছে। এদের বিক্ষিপ্ত কাজকর্মগুলো সংগঠিত করতে এবং এই সংগঠনগুলোর সেবাসমূহকে ফলপ্রসূ করতে জাতীয় পর্যায়ে যুব সমাবেশ হয়, যেখানে সারাদেশ হতে নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়, কলেজ বিভিন্ন যুব সংগঠনের নেতা কর্মীগনের একটি মিলন মেলা অনুষ্ঠিত করণের ব্যবস্থা নেয়া হয়ে থাকে। এ পর্যন্ত ০৫টি যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খ) উদ্দ্যেশ :
১. বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধিগনের সমন্বয়ে জাতীয় পর্যায়ে সমাবেশের আয়োজন করা।
২. যুবদের ধ্যান, ধারণা ও অভিজ্ঞতা বিনিময় ও আগামী দিনের যুব কর্ম পরিকল্পনা গ্রহন করা।
৩. যুবদের নেতৃত্ব গুনাবলীর বিকাশ সাধন।
৪. যুবদের মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস গ্রহন।
৫. সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতীক যুব ইস্যু ভিত্তিক সচেতনতা সৃষ্টি ও ধারনা প্রদান।