Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২৩

আমাদের বিষয়ে

 

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় যুব উন্নয়ন বিষয়ক কার্যক্রম এদেশের উন্নয়ন মাত্রার গতি নির্ধারক। যুবদের উদ্যোগ ও উদ্ভাবনী ক্ষমতার সঠিক বিকাশ ও তা কার্যক্ষেত্রে সর্বোত্তম ব্যবহারের জন্য প্রয়োজন পরিপূর্ণ শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ। এ গুরুত্ব অনুধাবন করে এবং যুবদের প্রতি গভীর মমত্ববোধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৮ সনে  এ কেন্দ্রের নাম “শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র” প্রতিষ্ঠার সম্মতি প্রদান করেন। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন সাভারস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রের অভিন্ন জমি এবং অবকাঠামোতে “শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্প ১৯৯৮ সনে শুরু হয়। 

 

২০০৬ সালে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর, ফেব্রুয়ারী ২০১৫ পর্যন্ত থোক বরাদ্দ থেকে প্রাপ্ত অর্থ দ্বারা শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সীমিত পরিসরে কার্যক্রম চলমান থাকে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় জনবলসহ কেন্দ্রটি রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের কার্যক্রমকে যুগোপযোগী ও গতিশীল করার লক্ষ্যে “শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র শক্তিশালী ও আধুনিকীকরণ” শীর্ষক প্রকল্প মার্চ ২০১৫ তে গ্রহণ করা হয়। প্রকল্পটি জুন ২০২১ এ সমাপ্ত হয়।

 

উল্লেখ্য যে,  দেশের সম্ভাবনাময় যুবদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্ষমতায়ন এবং দেশ ও জাতির সার্বিক  উন্নয়ন ও গঠনমূলক কর্মকান্ডে ‍বৃহৎ পরিসরে যুবদের নিয়োজিত করার নিমিত্ত গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করার উদ্দেশ্যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮প্রণীত হয়। এ আইনের  ধারা-০৩ অনুযায়ী শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বমোট ৬৫৭৭জন যুব ও যুবনারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তগণ ০৩টি বিষয়ে ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা কোর্সসহ ১৬টি বিষয়ে সংক্ষিপ্ত কোর্স আয়োজনের ব্যবস্থা গৃহীত হয়েছে। ইনস্টিটিউটকে “Centre of Excellence” হিসেবে প্রতিষ্ঠাকল্পে কার্যক্রম এগিয়ে চলছে।