যুব সমাজকে যুব কার্যক্রমে উদ্বুদ্ধকরণের জন্য যুব বিষয়ক বিভিন্ন শর্ট ফিল্ম, ট্রেলর, ডকুমেন্টারী, স্লাইড, ভিডিও ইত্যাদি তৈরী করে প্রচারের ব্যবস্থা করা হয়ে থাকে। ইতোমধ্যে ১২টি সম্পন্ন হয়েছে।
শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র হতে এ পর্যন্ত নিুলিখিত চলচ্চিত্র/ শর্টফিল্ম/ টিভি স্পট নির্মিত হয়েছেঃ
০১. আন্তর্জাতিক যুব দিবস ২০০০ উপলক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশের যুব সমাজকে যুব কার্যক্রমে উদ্ধুদ্ধ করনের লক্ষ্যে একটি টিভি প্রমাণ্য প্রতিবেদন।
০২. জাতীয় যুব দিবস ২০০০ উপলক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশের যুব সমাজকে যুব কার্যক্রমে উদ্ধুদ্ধ করনের লক্ষ্যে টিভি প্রমাণ্য প্রতিবেদন।
০৩. জাতীয় যুব কেন্দ্রের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত টিভি প্রমাণ্য প্রতিবেদন।
০৪. কুসুমের গল্প
০৫. সফলের মুখ, সফলতার মুখ
০৬. শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র
০৭. এক যে ছিল হাসেম
০৮. যুব সংগঠন
০৯. আগামীর স্বপ্ন
১০. আত্মকর্মসংস্থান ও স্বনির্ভর অগ্রযাত্রায় যুব সমাজ
১১. করবো প্রশিক্ষণ গড়বো জীবন